ASANSOL

তৃণমূল জেলা সভাপতি হলেন বিধান, চেয়ারম্যান উজ্জ্বল, আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ, দাশু কর্পোরেশন টাউন কনভেনর

বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত / কাজল মিত্র : অবশেষ বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদল জেলা তৃণমূলের।
তৃণমূল কংগ্রেস বহু প্রতীক্ষিত জেলার সাংগঠনিক পদ ঘোষণা করেছে। যুব সমাজের হাতে ব্যাটন তুলে দিয়েছে দল। কুল্টির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জিকে তৃণমূল পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান করা হয়েছে। বারবনী বিধায়ক বিধান উপাধ্যায়কে তৃণমূল জেলা সভাপতি করা হয়েছে। আইএনটিটিইউসি চেয়ারম্যান করা হয়েছে অভিজিৎ ঘটককে। ভি শিবদাসন দাসুকে তৃণমূল রাজ্য সম্পাদক ছাড়াও আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন টাউন কনভেনর, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পালকে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন টাউন কনভেনর করা হয়েছে। একইসঙ্গে কৌশিক মন্ডলকে যুব তৃণমূল জেলা সভাপতি, মিনতী হাজরাকে মহিলা তৃণমূল জেলা সভাপতি করা হয়েছে। রূপেশ যাদবকে রানিগঞ্জ ব্লক সভাপতি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *