প্রশাসনিক বোর্ডে রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া : অমরনাথ চ্যাটার্জী
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডে ব্যাপক রদবদলের পর, শিল্পাঞ্চলে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অনেক জল্পনা -কল্পনা করা হচ্ছিল। মঙ্গলবার, কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সমস্ত জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে বলেন যে এই রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন যে সম্প্রতি “এক ব্যক্তি এক পদ” নীতি তৃণমূল গ্রহণ করেছে। সেই অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।




তিনি বলেন, যাদেরকে কর্পোরেশনের প্রশাসনিক বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমন নয় যে তাদের কাজে কোনো ঘাটতি ছিল। তিনি দাবি করেন যে, যে চারজন ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে আসানসোলের মানুষ তাদের কাজে খুবই খুশি। কিন্তু কর্পোরেশনের কাজ সম্প্রসারণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সময়ে, জেলায় তৃণমূলের সংগঠন প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, তৃণমূল সবসময় মানুষের মধ্যে থেকে কাজ করে। এই কারণেই তৃণমূলের সংগঠন ইতিমধ্যে এখানে খুবই শক্তিশালী।