দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে মহিলাদের উপচে পড়া ভীড়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে শুরু হয়েছে রাজ্যব্যাপী দ্বিতীয়বার এর দুয়ারে সরকার শিবির। সালানপুর ব্লকের জিৎপুর পঞ্চায়েতের অন্তর্গত নিললোহিত কমিউনিটি সেন্টারেও প্রথম দিনের দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়।এশিবিরের মাধ্যমে দুয়ারে সরকারের যে সমস্ত প্রকল্প গুলি রয়েছে তার মধ্যে অন্যতম ভিড় দেখা গেল লক্ষীর ভান্ডার প্রকল্পের ফরম ফিলাপে।
এই দিন এই ক্যাম্পে কয়েক হাজার মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করেন।সঙ্গে রয়েছে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য ভিড় ।এইদিন দুয়ারে সরকার ক্যাম্পএ জিৎপুর উত্তরমপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী জানান যে জিৎপুর পঞ্চায়েতের সাধারণ মানুষ ও বাড়ির মহিলারা স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসে এই মুখ্যমন্ত্রীর দেওয়া বিভিন্ন প্রকল্পের লাভ নিতে এসেছেন প্রায় দেড় থেকে দুই হাজার ফর্ম বিলি করা হয়েছে।এদিন এই শিবিরে পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্য অপর্ণা রায়,সুজিত মোদক,রাসমণি বেশরা, শকুন্তলা মারান্ডি,ও প্রদীপ পন্ডিত ,শিবু ঘোষ ,বাবু সুর সহ অনেকে ছিলেন ।