দোমোহানি বাজারে ট্র্যাফিক জ্যাম নিত্যদিনের সমস্যা
বেঙ্গল মিরর, মনোজ শর্মা , বারাবনি : বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের দোমোহানি বাজার এই খানেই প্রত্যেকদিন ন’টা থেকে 11 টা অব্দি যানবাহনের জ্যাম দেখা যায়। এতে ব্যাপক অসুবিধার মধ্যে পড়ে এম্বুলেন্স ভ্যান, এমার্জেন্সি ইলেকট্রিক সাপ্লাই এর গাড়ি বেরোতে পারে না এবং মিনিবাস তাদেরও প্রত্যেকদিন এক থেকে দেড় ঘন্টা দাড়িয়ে করতে হয়। বেশিরভাগ মিনিবাস টাইম ফেল করলে প্যাসেঞ্জারকে নামিয়ে দিতে হয় এই জ্যামকে সরাবার জন্য কোন পুলিশের দেখা যায়না স্থানীয় মানুষ ও মিনি বাসের কনডাক্টার ও খালাসী তারাই নিজে স্থিতি সামলান।



