শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো মহরম
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো মহরম, আসানসোলের রেলপার কারবলাতে যান মন্ত্রী মলয় ঘটক। ওনাকে পাগড়ী পরিয়ে সম্বর্দ্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন অনিমেষ দাস, নুরুল ইস্লাম, প্রবীর ধর প্রমুখ। মহরম কোনও খুশির উৎসব নয়, দুঃখের অনুষ্ঠান। দুঃখের দিনকে স্মরণ করে শোক পালন হয় মহরমে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মহরম হল বছরের প্রথম মাস। বছরে যে চারটে মাস মুসলিমদের কাছে পবিত্র, তার মধ্যে সবার উপরে এর স্থান।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/08/img-20210820-wa00965519330946327841581-500x281.jpg)
প্রাচীনকাল থেকে মুহররম মাস পবিত্র হিসাবে গণ্য। মহররমের ১০ তারিখ বিশেষ মর্যাদাসম্পন্ন দিন, যাকে আশুরা বলা হয়ে থাকে। বিশেষ ঐতিহাসিক ঘটনার সাক্ষি এই মাসটি । আজ মহরম মাসের 10 তারিখ অর্থ্যাৎ আজ শুক্রবার 20 এ আগস্ট রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব মহরম ।