BARABANI-SALANPUR-CHITTARANJAN

হিন্দুস্থান পুনর্বাসন সমিতির উদ্যোগে তৈরি হল নতুন কমিটি

বেঙ্গল মিরর,, কাজল মিত্র :- সালানপুর ব্লকের হিন্দুস্থান কেবলস কারখানা বন্ধের পরই কেবলসের স্থানীয় শ্রমিক পরিবারের মানুষজন নতুন শিল্প,বকেয়া টাকা,শ্রমিকদের পুনর্বাসনের দাবীতে বারাবণি বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয়ের সহোযোগিতায় ঐ সকল মানুষদের সাহায্যে লড়াই আন্ডোলনে এগিয়ে আসেন সুভাষ মহাজন । এই লড়াইয়ে সুভাষ মহাজনের সাথে বিশেষ ভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং।

হিন্দুস্থান কেবলস্ পুনর্বাসন সমিতি 2020 সালে লকডাউনে শুরু হলে বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয়ের নির্দ্দেশে কোয়ারেন্টানে থাকা পরিযায়ী শ্রমিকদের দেখাশুনার দায়িত্ব পালন,ভবঘুরেদের দায়িত্ব নিয়ে আশ্রম করা হয় এবং পরে বিধায়ক বিধান উপাধ্যায় ও মুকুল উপাধ্যায়ের সরাসরি সহোযোগীতায় বৃদ্ধ বৃদ্ধা নিয়ে কেবলসের আবাসনে একটি বৃদ্ধাশ্রম শুরু হয় বর্ওমানে সেখানে 15 জন বৃদ্ধ বৃদ্ধা এখন আবাসিক।এবং বিধায়কের নির্দ্দেশে বর্ওমানে রুপনারায়নপুর আই টি আই এ কোবিড 19 সেফহোমের দায়িত্ব সমিতি পালন করছে, অবশেষে সেই বৃদ্ধাশ্রম এর পরিচালক তথা দায়িত্বে থাকা সুভাষ মহাজন ও সমাজ সেবী ভোলা সিং কমিটি রেজিস্ট্রেশন করেন যার রেজিষ্ট্রেশন নং S0016486, বৃহস্পতিবার হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতির উদ্যোগে বিদায়ী কমিটির সবাইকে নিয়ে সভা ডাকা হয় যেখানে কমিটির সকল সদস্যগণের উপস্থিতিতে নতুন করে কমিটি গঠন করা হয়।

এই কমিটিতে এডভাইজার কমিটির প্রধান মুকুল উপাধ্যায়,সমিতির সভাপতি হন বিজয় সিং তথা ভোলা সিং সম্পাদক সুভাষ মহাজন,ভাইস প্রেসিডেন্ট আশুতোষ তেওয়ারী,জয় প্রকাশ সিং,ইন্দ্রনাথ সরকার, কল্যাণ বাল্মিকী।
এসিস্টেন্ট সেক্রেটারি ধনঞ্জয় কুমার সিং,পরিতোষ তেওয়ারী, উৎপল মাহাতো, সীতারাম যাদব,অরবিন্দর সিং,ও কোষাধক্ষ স্নেহময় মাজি,সহ কানায় মন্ডল, ছোটন সিনহা,সি,পি সিং,কাজল মিএ সহ 30 জনের কমিটি গঠন করা হয়।
কমিটির সম্পাদক সুভাষ মহাজন জানান এই সমিতির তৈরির মূল উদ্দেশ্য এলাকায় মানুষের পাশে থেকে কাজ করা। পরবর্তী কালে মুকুল উপাধ্যায় এর নির্দেশে এই এলাকায় একটি বড় বৃদ্ধাশ্রম এবং গরীব মানুষদের চিকিৎসার জন্য হাসপাতাল বানানোর পরিকল্পনা চলছে।তাছাড়া পাশাপাশি সামাজিক কাজকর্ম চলবে সহ লড়াই আনদোলন চলবে।

কৌশিক সহ তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ বিজেপির 

বহু প্রতীক্ষার পর অবশেষে আছড়া স্কুলের ১৩৮ জন ছাত্র ছাত্রীদের দেওয়া হবে উচ্চমাধ্যমিক এর মার্কশিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *