রানিগঞ্জে মর্মান্তিক ঘটনা, পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে দুই কিশোরের মৃত্যু
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ২০ আগষ্টঃ এলাকারই একটি পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো দুই কিশোরের। আসানসোলের রানিগঞ্জ থানার আসানসোল পুরনিগমের ৩৫ নং ওয়ার্ডে শুক্রবার এই ঘটনাটি ঘটে। পুকুরে ডুবে মৃত দুজনের নাম হলো রেহান আনসারি (১৮) ও তৌসিফ খান(১৮)।
আসানসোল দূর্গাপুর পুলিশ রানিগঞ্জ এলাকার দায়িত্বে থাকা এসিপি তথাগত পান্ডে বলেন, এরা দুজনেই শুক্রবার স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায় ।।তারপর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ এলাকায় যায়। রেহান আনসারি ও তৌসিফ খান আসানসোল পুরনিগমের ৮৯ নং ওয়ার্ডের মির্জা গালিব স্ট্রিট ও মজাহার শরীফ সংলগ্ন এলাকার বাসিন্দার।
জানা গেছে, দুজনে পাশের ৩৫ নম্বর ওয়ার্ডের একটি পুকুরে স্নান করতে গিয়েছিল এদিন দুপুর বেলা। আচমকাই দুজনেই পুকুরের জলে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণের চেষ্টায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় দুই কিশোরের বাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে।