স্থানীয় বেকার যুবকদের কাজের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ প্রদর্শন “বাংলা পক্ষ” র
বেঙ্গল মিরর, জামুড়িয়া ২১ আগষ্টঃ- স্থানীয় এলাকার বেকার যুবকদের কাজ নেই অথচ ভিন জেলা ও রাজ্যের মানুষদের কাজ দেওয়া হচ্ছে। বঞ্চিত করা হচ্ছে জামুড়িয়ার বাঙ্গালীরা এই অভিযোগে শনিবার “বাংলা পক্ষ”র পক্ষ থেকে গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে জামুড়িয়া বোরো অফিস থেকে জামুড়িয়ার একটি বেসরকারি কারখানার গেট পর্যন্ত মিছিল করে এবং বিক্ষোভ প্রদর্শন করে।




বাংলার পক্ষের সদস্যদের দাবি পশ্চিম বাংলার পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভার ইকড়া শিল্পতালুকে প্রচুর কারখানা আছে। যেখানে প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করেন। অভিযোগ জামুড়িয়ায় এতো কারখানা থাকা সত্ত্বেও জামুড়িয়ার ছেলেরা কাজ পাই না। বাইরের জেলা বা রাজ্যের মানুষদেরকে কাজ দেওয়া হয়। জামুড়িয়ার বাসিন্দা তথা বাঙ্গালীরা বঞ্চিত থেকে যায়।
এই কর্মসূচীতে “বাংলা পক্ষ”র মুলত দাবি গুলি হল
১) সরকারি ও বেসরকারি সমস্ত চাকরি,বিদ্যালয়, কলেজ,বিশ্ববিদ্যালয়ে অন্তত ৯০% ভুমিপুত্র সংরক্ষণ।
২) SSC, MTS,FCI, RAIL, BANK, PODTAL সহ সমস্ত সর্বভারতীয় পরীক্ষা বাংলা ভাষায় দেবার সুযোগ।
৩) ব্যাংক, বিমা, ডাকঘর, আয়করসহ সমস্ত সরকারি দপ্তর ও সরকারি ওয়েবসাইটে বাংলা ভাষায় পরিষেবা।
৪) বাঙালি ব্যাবসায়ী নেটওয়ার্ক গঠন ও বাঙালি নিয়ন্ত্রিত ব্যাবসার বিস্তার।
৫) ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট গঠন এবং সেনা নিয়োগের সমস্ত পরীক্ষা বাংলা ভাষায় দেবার সুযোগ।
৬) সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্যসহ সব রাজনৈতিক পদে বাঙালি জনপ্রতিনিধি নিয়োগ করতে হবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন