নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে উল্টে গেল মার্বেল বোঝাই ট্রাক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ২ নম্বর জাতীয় সড়কে চৌরঙ্গী ওভার ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মার্বেল বোঝাই একটি ট্রেলার ।জানাজায় চৌরাঙ্গী ওভার ব্রিজের উপর গাড়িটি টার্নিং করার সময় ওই মার্বেল বোঝাই ট্রেলার ট্রাক টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যাই ।যদিও অল্প একটু চোট পাই ট্রাকের চালকের কিন্তু প্রাণে বেঁচে যায় ট্রাকে থাকা চালক ও খালাসী দুইই।ট্রেলার ট্রাক টি জাতীয় সড়কের উপর উল্টে যাওয়ার ফলে কলকাতা গামী রাস্তা কিছুক্ষণ এর জন অবরুদ্ধ হয়ে যাই ।ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে যাতায়াত বাবস্থা ওয়ান ওয়ে করে যান চলাচল স্বাভাবিক করা হয়।জানাজায় ট্রাকটি গুজরাট থেকে মার্বেল বোঝাই করে আরামবাগ যাচ্ছিলো ।