ASANSOLBengali News

DYFI উদ্যোগে রাখি উৎসব পালিত হলো

বেঙ্গল মিরর, আসানসোল ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চল জুড়ে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল রবিবার পালন রাখী বন্ধন উৎসব । এই উপলক্ষে এদিন নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI আসানসোল ১ নং লোকাল কমিটির উদ্যোগে সম্প্রীতির রাখি উৎসব পালিত হলো আসানসোল বস্তিন বাজার মোড়ে । ডিওয়াইএফআই নেতা ভিক্টার আচার্জী বলেন আমাদের একটাই দাবি,ঘুচে যাক জাত,ধর্ম,বর্ণের বিভেদ, দৃঢ় হোক সম্প্রীতির বন্ধন আসুন গড়েতুলি এক সুন্দর পৃথিবী। প্রত্যেক কে রাখি উৎসবের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *