কয়লা চুরিতে বাধা দিতে গিয়ে সিআইএসএফ কর্মীকে বাইক দিয়ে ধাক্কা মারে ও পাথর ছোড়ে কয়লা চোররা
বেঙ্গল মিরর,মনোজ শর্মা, আসানসোল।ই সি এলের সালানপুর এরিয়ার বারাবনি থানার বেগুনিয়া কোলিয়ারিতে মঙ্গলবার কয়লা চুরিতে বাধা দিতে গিয়ে এক সিআইএসএফ কর্মী কয়লা চোরদের ছোড়া পাথরে আহত হয়।তাকে কাল্লা হাসপাতালে পাঠান হয়। অন্যদিকে সিআইএসএফ এর লাঠির আঘাতে এক জন আহত হয়েছে।



জানা গেছে নিরাপত্তারক্ষী চোরাই কয়লা রুখতে খনির কাছে আসতেই তখন কিছু ছেলে মোটরসাইকেলে করে কয়লা চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় সিআইএসএফ বাধা দিলে এক সিআইএসএফ কর্মীকে বাইক দিয়ে ধাক্কা মারে ও পাথর ছোড়ে। অন্য দিকে সিআইএসএফ এর লাঠি দিয়ে মারায় ডজন আহত হয়। তাদের স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ইসিএলের জেনারেল ম্যানেজার অপূর্ব নন্দী বলেন কয়লা চোরেদের ছোড়া পাথরে এবং বাইকের ধাক্কায় একজন সিআইএসএফ কর্মী আহত হয়েছেন বলে শুনেছি।