ASANSOLASANSOL-BURNPUR

বাঙ্গি, কালো কৌশিক জেলে গেলেন, তোলা আদায় নাকি স্ক্র্যাপ কানেকশন !

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: ডাকাতি ষড়যন্ত্র মামলায় রিমান্ডে যাওয়া পবন কুমার প্রামাণিক ওরফে বাঙ্গি, কৌশিক গুপ্ত ওরফে কালা কৌশিক, রাজীব শাহ, প্রসূন দাসের রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার তাদের হিরাপুর থানার পুলিশ আসানসোল সিজিএম আদালতে হাজির করে। যেখানে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের সংশোধনাগারে পাঠায়। রিমান্ড চলাকালীন হীরাপুর থানা বাঙ্গির ব্যাপারে নীচুপাড়া ও নিউ টাউন এলাকায় অভিযান চালায়। কিন্তু খবর পাওয়া যাচ্ছে পুলিশ অস্ত্র উদ্ধার করতে পারেনি।

পুলিশি অভিযানের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাঙ্গির সমস্ত সাকরেদ পর্দার আড়ালে চলে গিয়েছে। সূত্র মতে, কালো কৌশিক এবং বাঙ্গিকে গ্রেফতারের ঘটনাটি SAIL – ISP এর নিউটাউন গেটে একটি ট্রাকের থেকে জোর করে চাঁদা তোলার সাথে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে । আগে এই গেট থেকে এক মাসে দশ থেকে পনের লক্ষ টাকা সংগ্রহ করা হতো। একই সময়ে, কিছু মানুষ বলছেন যে এই গ্রেপ্তার সেল আইএসপিতে কোটি টাকার স্ক্র্যাপ ব্যবসার জন্য করা হয়েছে। সবার চোখ এই ব্যবসার থেকে আগত উপার্জনের দিকে। এ ব্যাপারে আরও গ্যাং ওয়ারের সম্ভাবনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *