বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কুলটিতে তৃণমূল কংগ্রেসের পথ অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ আগষ্টঃ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি থেকে রাধানগর যাওয়ার রাস্তা। আর সেই রাস্তা সংস্কারের কথা প্রশাসনকে বার বার বলেও কোন লাভ হয়নি। তাই এবার সেই রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার সকালে ঐ এলাকার শতাধিক তৃণমূল কংগ্রেসের মহিলা ও পুরুষ কর্মীরা এই পথ অবরোধ করেন।




আসানসোল পুরনিগমের ১০০ নং ওয়ার্ডে বিদায়ী তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর রঞ্জিতা শর্মা বলেন, ৩ নং চিনাকুড়িতে ইসিএলের সেন্ট্রাল ডিপো তৈরী করা হয়েছে। বলতে ২৪ ঘন্টাই ঐ ডিপো থেকে কয়লা বোঝাই ডাম্পার ও ট্রাক যাতায়াত করে এই রাস্তা দিয়ে। কোন রকম নিয়ম না মেনে ওভারলোড করে ঐসব গাড়ি চলাচল করে। এদিন এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই এলাকার প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনকে বারবার বলা হলেও আজও সংস্কার করা হয়নি এই রাস্তাটি।
এদিকে রাস্তার বেহাল দশার কারণে নিত্যদিনই এই রাস্তায় ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা।
তাই এই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তৃনমুল কংগ্রেসের ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন সকাল ৯ টা থাকা প্রায় ১ টা পর্যন্ত পথ অবরোধ করেন। খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এলাকায় আসে। পরে পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ।