ডিএসপি, এসিপি এবং এসডিপিও স্তরের ৫৩ জন রাজ্য পুলিশ আধিকারিক বদলির নির্দেশ
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্য পুলিশের ৪৬ জন ইন্সপেক্টরের পদোন্নতি হল। ওই ইন্সপেক্টরদের বিভিন্ন জেলা এবং পুলিশ কমিশনারেটে ডিএসপি বা এসিপি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন আসানসোলে থাকায় শঙ্কর ঘোরুই ডিএসপি হয়েছেন। একই সময়ে, এসিপির দায়িত্ব দেওয়া হয়েছে বোলপুরের সিআই দেবাশীষ চট্টরাজ আসানসোল-দুর্গাপুর পুলিশে এসিপির দায়িত্ব দেওয়া হয়েছে।



देखेंদেখূন পুলিশ আধিকারিকদের তালিকা




साइडलाइन किये गये 11 आइपीएस अधिकारियों को फिर से विभिन्न पदों का दायित्व