ASANSOLBengali News

সাইডলাইনে থাকা ১১ আইপিএস অধিকারিককে পুনরায় বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : বিধানসভা নির্বাচনের পর সাইডলাইন করে দেওয়া আইপিএস অফিসারদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ১১ আইপিএস অফিসার বিভিন্ন পদে নিয়োগের নির্দেশ প্রকাশিত হয় ২৩ শে আগস্ট । এতে ড: রাজেশ কুমার, অজয় ​​কুমার নন্দ, সুকেশ কুমার জৈন, কুণাল আগরওয়াল, সুনীল কুমার যাদব, সুরেশ কুমার চাডিভের মতো উর্ধ্বতন আধিকারিকরা রয়েছেন। এর অধিকাংশকেই কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছিল। এখন এই আধিকারিকদের পুনরায় ‘দায়িত্ব’ দেওয়া হয়েছে। যদিও এই দায়িত্বও গুরুত্বপূর্ণ বা মূলধারার নয়।

ডিএসপি, এসিপি এবং এসডিপিও স্তরের ৫৩ জন রাজ্য পুলিশ আধিকারিক বদলির নির্দেশ

Leave a Reply