ASANSOLBengali News

সুধীর কুমার নীলকান্তম আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ​​কুমার ঠাকুরকে বদলি করা হলো। তাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। অজয় কুমার ঠাকুরের পরিবর্তে সুধীর কুমার নীলকান্তমকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার করা হয়েছে। শুক্রবার সকালে দুই আইপিএসের বদলি সংক্রান্ত নির্দেশ রাজ্য সরকারের স্বরাষ্ট্র বিভাগের পুলিশ সেল থেকে বেরোয়।


জানা গেছে, ব্যারাকপুর কমিশনারেটে অজয় ​​কুমার ঠাকুরকে জয়েন্ট সিপি ক্রাইম পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি এসবি (নিরাপত্তা) সুধীর কুমার নীলকান্তমকে আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার করা হয়েছে। মে মাসে শেষ হওয়া রাজ্য বিধান সভা নির্বাচনের পরে আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার করে অজয় ঠাকুরকে আনা হয়। উল্লেখ্য,, অজয় ​​কুমার ঠাকুর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার হয়ে আসার পর, পশ্চিম বর্ধমান জেলার দুই শিলপাঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে অনেকটাই কমে যায়। মাফিয়া রাজ, মাদক কারবার থেকে নিষিদ্ধপল্লীতে অসামাজিক কাজ বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাই মাত্র তিনমাসের মধ্যে কেন অজয় ঠাকুরকে বদলি করা হলো তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও নবান্ন সূত্রে জানা, এই বদলি নিয়মমাফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *