ASANSOLASANSOL-BURNPURKULTI-BARAKAR

আসানসোলে পুরোহিত সম্মেলনের আয়োজন

১৮০০ পুরোহিতকে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র প্রদান

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বুধবার আসানসোলে রবীন্দ্র ভবনে আসানসোল কর্পোরেশনের বিশেষ উদ্যোগে পুরোহিত সম্মেলনের আয়োজন করা হয়।

আসানসোল কর্পোরেশনের বোর্ড অফ্ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি বিশেষ উদ্যোগ নেন।

ওই সম্মলনে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি, জেলা কো- অর্ডিনেটর বিশ্বনাথ পড়িয়াল ও হরে রাম সিং, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার পূর্ণশশী রায়, অশোক রুদ্র ও অভিজিৎ ঘটক, জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, কর্পোরেশনের লিগ্যাল এডভাইজার রবিউল ইসলাম, প্রবোধ রায় (ক্যাপটেন), প্রাক্তন কাউন্সিলর শ্রাবণী মন্ডল, বিনোদ যাদব, এছাড়া তৃণমূল নেতা উৎপল সেন, সাধন রায় প্রমুখ।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘোষণামত পুরোহিত সম্মেলনে পুরোহিত ভাতার জন্যে আবেদন গ্রহণের পদ্ধতি সম্পর্কে বলা হয় এবং প্রায় ১৮০০ পুরোহিতকে আসানসোলে কর্পোরেশনের তরফ থেকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র প্রদান করা হয়।

Leave a Reply