Rupnarayanpur ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দিনের বেলায় দুঃসাহসিক চুরি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-ফাঁকা বাড়ির সুযোগে বাড়ির তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রূপনারায়ানপুরে। ঘটনাটি ঘটেছে বুধবার সালানপুর থানার রূপনারায়ানপুর এর রূপনগর একনম্বর এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকার গৌতম সরকার নামে একজনের বাড়িতে বুধবার সকালে বাড়ির মালিকের অনুপস্থিতিযে তালা ভেঙে দুষ্কৃতিরা ঘরে ঢুকে আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল ও শোকেশ ভাঙচুর করে সমস্ত জিনিস লন্ডভন্ড করে। আলামরিতে থাকা সাড়ে চার হাজার টাকা ও সোনার চেন, চারটি লকের, টিকলি সহ আনুমানিক তিন লক্ষ টাকার সম্পত্তি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
গৌতম সরকার জানান,তিনি বুধবার সকালে নটা নাগাদ ডিউটি যায় সেই সময় তার স্ত্রীও বাইরে ছিল তাই সেইসময় বাড়িতে কেউ ছিল না কিন্তু দুপুর বেলা প্রায় 12 নাগাদ বাড়ি এসে বাড়ির প্রধান দরজা খুলেই তাদের চক্ষু চড়কগাছ।দেখেন ঘরের দরজার তালা ভাঙা ভেতরে গিয়ে দেখেন সমস্ত কিছু ওলট-পালট।খবর দেওয়া হয় পুলিশে। রূপনারায়ানপুর পুলিশ ঘটনাস্থলে এসে সব দিক খতিয়ে দেখে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।