Asansol রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলে বস্তিন বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেস এর সমর্থকরা।বৃহস্পতিবার আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের নেতৃত্বে ট্যায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। । এই বিক্ষোভের মাধ্যমে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেসের নেতৃত্বরা।
এর পাশাপাশি এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করে বলেন যে যেভাবে দিনের দিন পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে এতে সাধারণ পরিবারে লোকজন অনাহারে মারা যাবে। এই মোদি সরকারে দৈনন্দিন জিনিস পত্র থেকে সবকিছুর দাম আকাশ ছোঁয়া ।আর তাই আমাদের কংগ্রেসের তরফ থেকে এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ।এদিন বেশকিছুক্ষণ অবরোধ চলার পর কংগ্রেসের নেতৃত্বরা নিজেরাই অবরোধ তুলে নেয়।
রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত দুই সিনিয়র আইপিএসকে ওএসডি হিসেবে নিযুক্ত করা হল