Safe Drive Save Life নিয়ে পুলিশের সচেতনতা শিবির
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-সেফ ড্রাইভ সেভ লাইফ ( Safe Drive Save Life ) নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত বাইপাস জাতীয় সড়ক রামপুর এমভিআই দপ্তরের সামনে।এদিন এই সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি মানুষদের সচেতন করতে সকলকে বোঝানো হয় যেন সকলেই বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করে এবং রাস্তা পারাপার হওয়ার সময় যেন ট্রাফিক সিগনাল দেখে রাস্তা পারা পার করে এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ব্যাবহার না করে।
এইদিন অনুষ্ঠিত সেভড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবিরে পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগত সাধারণ মানুষদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয় এবং উপস্থিত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর উচ্চপদস্থ পুলিশ অফিসার সহ কুলটি থানার , চৌরাঙ্গী ফাঁড়ির , কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক সহ আরো পুলিশ কর্মীরা।
কল্যানেশ্বরি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিষ্টি ও ফুলের তোরা দিয়ে পুলিশ দিবস পালন করলেন