ধানের মাঠে গিয়ে পরিচর্চা সহ কৃষি আধিকারিকের
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে কল্যা গ্রাম পঞ্চায়েতের শিয়াকুলবেড়িয়া এলাকায় প্রায় ১৫ বিঘা জমির উপর উন্নত প্রযুক্তির মাধ্যমে দুই ধরনের ধান চাষ করা হয়। এই জমি গুলো চাষ না হওয়ার কারনে বেশ কয়েক বছর খালি পড়ে ছিল। তাই কৃষি দফতরের উদ্যোগে এই জমিকে কাজে লাগিয়ে হাইব্রিড ধান চাষ করা হয় বলে জানিয়েছেন কৃষকদের একাংশ।
সালানপুর সহ কৃষি অধিকর্তা রাজর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, কৃষকরা যাতে বেশি করে মুনাফা অর্জন করতে পারে তার জন্য এই ধান ক্ষেতের মাঝে করলা ও ঝিঙে চাষ করা হয়। সেই ফসল গুলো তদারকি করার জন্য সপ্তাহে দুদিন সালানপুর সহ কৃষি আধিকারিক থেকে শুরু করে অন্যান্য কর্মীরা ধানের মাঠে গিয়ে পরিচর্চা শুরু করেছেন।
Coal Case : ED রাজ্যের আইনমন্ত্রীকে তলব করল, মন্ত্রী বলেন তিনি কোনো নোটিশ পাননি, ভীত নন