ASANSOLBengali NewsBusiness

বালি কালোবাজারি বন্ধ করুক প্রশাসন,অন্যথা রাস্তায় নামবে মানুষ : ঝা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বালু সংকটের কারণে, পশ্চিম বর্ধমান জেলায় হাজার হাজার মানুষ বেকার, যখন প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা বন্ধ থাকে। সরকার কর্তৃক বালু উত্তোলন সংক্রান্ত সঠিক নীতিমালার অভাবের কারণে, গত কয়েক বছর ধরে যে সমস্যাটি চলছিল, তা গত কয়েক দিনে গৃহীত পদক্ষেপের কারণে ভয়াবহ রূপ নিয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে বালুর কালোবাজারি করা হচ্ছে। বালু বিক্রি করে ২ হাজার টাকার ট্রাক্টর, ৯ হাজার টাকার ট্রাক্টর বিক্রি হচ্ছে।

আসানসোল চেম্বার অব কমার্সের সেক্রেটারি শম্ভুনাথ ঝা প্রশাসনিক আধিকারিকদের কাছে বার্তা পাঠিয়ে এই সমস্যার সমাধানের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। তিনি প্রশাসনিক আধিকারিকদের কাছে লিখেছেন যে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি অত্যন্ত জ্বলন্ত সমস্যার দিকে। বালির ঘাটতি এবং এর দাম বৃদ্ধির কারণে লক্ষ লক্ষ দরিদ্র শ্রমিক অনাহারে রয়েছে। গতকাল পর্যন্ত যারা কম দামে বালি বিক্রি করত, আজ সেই মানুষগুলোই চড়া দামে বালি বিক্রি করছে। কিন্তু কেন ? বালুর অভাব নেই। তাহলে কিভাবে এই কালোবাজারি হচ্ছে? শ্রমিকদের কথা মাথায় রেখে শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত, অন্যথায় মানুষ রাস্তায় নামবে।

Durgapur का बैंक अधिकारी, पत्नी की हत्या कर पहुंचा थाना 

Leave a Reply