CLW ওভাল ময়দান কমপ্লেক্সের নামকরণ হল বি.আর আম্বেদকার স্পোর্টস একাডেমী
কাজল মিত্র :-সি,এর,ডাবলু চিত্তরঞ্জন ওভাল গ্রাউন্ডের পাশেই অবস্থিত ওভাল ময়দান ।আর এই ওভাল ময়দান ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলা স্থল আর এই সমগ্র জায়গাটি একত্রিত করে একটি কমপ্লেক্স গঠন করা হয় ।এই কমপ্লেক্স টির নতুন করে নামকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় চিত্তরঞ্জন এর তরফে।এদিন ওভাল গ্রাউন্ড ও টেনিস বক্স, ভলি বল বক্স এই সমস্ত কিছু নিয়েই এই কমপ্লেক্স ।যার নামকরণ করা হল বি.আর আম্বেদকার স্পোর্টস একাডেমী।
এছাড়াও সিমজুরি ৮৫ নম্বর রাস্তার পাশের অবস্থিত দেশবন্ধু বুনিয়াদি বিদ্যালয় কে পরিবর্তন করে সোশ্যাল ওয়েলফেয়ার কমপ্লেক্সে রূপান্তরিত করা হয় ।যেখানে জিম্যাস্টিক ক্লাবের তরফে ছোট ছোট বাচ্চাদের জিম্যাস্টিক শেখানোর ব্যাবস্থা করা হয়েছে ।
এই সোশ্যাল ওয়েলফেয়ার কমপ্লেক্সেটির ও ফিতা কেটে শুভ সূচনা করেন সর্বভারতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার সহ চিত্তরঞ্জন জেনারেল ম্যানেজার ।উদ্বোধন শেষে ছোট ছোট শিশুরা জিম্যাস্টিক খেলা দেখায়।
এছাড়া এই গ্রাউন্ডে বৃক্ষ রোপন করাহয় ।এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে শ্রী অরুণ হালদার বলেন যে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি খুবগর্ব বোধ করছেন। কারণ বহুদিন ধরে এসসি এসোসিয়েশনের তরফে সিএলডাবলু কর্তৃপক্ষের কাছে ডক্টর আম্বেদকর এর নামকরণ নিয়ে আবেদন করা হয়েছিল।যার পরিপ্রেক্ষিতেই আজ চিত্তরঞ্জন সিএল ডব্লিউ কর্তৃপক্ষ এই সোশ্যাল ওয়েলফেয়ার কমপ্লেক্সেটির উদ্বোধন করা হল।