অন্ডাল পেট্রোল পাম্পে ডাকাতি, এক সপ্তাহের মধ্যে কলকাতা থেকে গ্রেফতার ২
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, অন্ডাল, ১০ সেপ্টেম্বরঃ পেট্রোল পাম্প ডাকাতির ঘটনা তদন্ত করতে নেমে বড়সড় সাফল্য পেলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ । গত ২ সেপ্টেম্বর ছয়/সাতজন ডাকাতের একটি দল অস্ত্র নিয়ে অন্ডালের ধুপচুরিয়া মোড়ে পেট্রোল পাম্পে, চড়াও হয়ে লুঠপাট করে নিয়ে যায়। পাম্পে কর্মরত কর্মীদেরও ডাকাতরা মারধর করা হয়। বন্দুকের বাট দিয়ে মাথায় মারা হয়। পাম্পের ক্যাশ বক্স ভেঙে নগদ প্রায় এক লাখ ছয় হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল।




ঘটনাস্থলটি অন্ডাল থানা ধুপচুরিয়া মোড়ের কাছে ২ নং জাতীয় সড়কের পাশেই। ঘটনার পরে পাম্পের কর্মী আকাশ ধীবর বলেছিলেন, ছয়-/সাতজন সশস্ত্র ডাকাত হাতে পিস্তল নিয়ে পেট্রোল পাম্পের মধ্যে ঢুকে ক্যাশ লুঠ করেছিলো ।
এরপর পাম্প মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ। ঘটনার এক সপ্তাহের মধ্যেই অন্ডাল পুলিশ দারুণ সাফল্য পায়। বৃহস্পতিবার কলকাতার উল্টাডাঙ্গা থেকে দুজনকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। ঘটনাস্থল বা পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে সেই গাড়িটি শনাক্ত করা হয়, যেটিতে করে ডাকাতরা এসেছিল। ফুটেজে আরো দেখা যায়, ৬ জন পাম্পে ঢুকলেও, গাড়ি চালক গাড়ি নিয়ে বাইরে রাস্তায় অপেক্ষা করছিলো। এরপর গাড়ির চালক মহঃ শাহনওয়াজ ওরফে সাহেব ও কলকাতার উল্টোডাঙ্গার বাসিন্দা আরশাদ আলিকে গ্রেপ্তার করা হয়। ডাকাতিতে ব্যবহৃত গাড়িটিও সিজ করে হেফাজতে নেওয়া হয়েছে।
অন্ডাল পুলিশ বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে দুজনকে অন্ডাল থানায় নিয়ে আসে। পুলিশ সূত্র জানায়, তাদের জিজ্ঞাসাবাদ করার পর আরও পাঁচ জনের খবর পেয়েছে পুলিশ। তারা উত্তর ২৪ পরগণার বাসিন্দা বলে পুলিশ জানতে পারে। পুলিশের দাবি, খুব শীঘ্রই ডাকাতদলের পুরো চক্র ধরা পড়বে। গ্রেফতার হওয়া ২ জনকে শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ১৪ দিনের রিমান্ডের আবেদন করে । বিচারক সেই আবেদনের ভিত্তিতে বিচারক জামিন নাকচ করে গাড়ি চালকের ১০ দিন পুলিশ রিমান্ড ও অন্য জনের টিআই প্যারেডের আবেদন মঞ্জুর করেছেন। পুলিশের দাবি ধৃতদের জিজ্ঞাসাবাদের পরে আরো তথ্য পাওয়া যাবে। এক
পুলিশ আধিকারিক বলেন, এই ঘটনায় স্থানীর কোন ডাকাতের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় নি।