রানীগঞ্জের বার্ন কম্পানি গেটের সামনে বিক্ষোভ
বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী : রানীগঞ্জের বার্ন কম্পানি গেটের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম এর পক্ষ থেকে মূলত তাদের দাবী হল তিন দফা দাবি আদায়ে দিয়ে এ বিক্ষোভ বিক্ষোভ মিছিল প্রথম দাবী হল 520 প্রায় একর জমি রেলের হাতে তুলে দিয়েছে তা বন্ধ করতে হবে দ্বিতীয় দাবী হল যে সকল বস্তি এলাকাগুলি আছে সেই সকল বস্তি গুলোকে উচ্ছেদ করা যাবে না বেশ কিছু জায়গায়
এইরকম উচ্ছেদ অভিযান চালিয়েছে রেল এর পক্ষ থেকে তাদের তৃতীয় দাবী হল যে সকল শ্রমিকরা বার্নকোম্পানিতে তাদের বকেয়া টাকা এখনো পর্যন্ত যে সকল মানুষদের দেওয়া হয়নি সেই সকল শ্রমিকদের বকেয়া টাকা দিতে হবে তাদের দাবির মধ্যে অন্যতম দাবী হল ফ্যাক্টরি জায়গায় ফ্যাক্টরি হোক নেতৃত্ব দিতে দেখা যায় প্রাক্তন বিধায়ক রুন দত্ত হেমন্ত প্রভাকর সুপ্রিয় রায় দিব্যেন্দু মুখার্জী কল্লোল ঘোষ সহ আরো অনেকে.
একদিবসীয় হ্যান্ডবল টুর্নামেন্ট হয়ে গেল সালানপুর ব্লকের রূপনরায়নপুর আইটিআই সেন্টারে
Asansol Muthoot Fincorp শাখায় দুঃসাহসিক ডাকাতি, ফিল্মি কায়দায় লুট ১২ কেজি সোনা ও নগদ ১০ লক্ষ টাকা