ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে পুলিশ কমিশনারকে বিজেপি জেলা কমিটির স্মারকলিপি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: বিজেপি জেলা কমিটির তরফে আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এই স্মারকলিপির মাধ্যমে, দলের জেলা কনভেনর শিবরাম বর্মনের নেতৃত্বে, পুলিশ কমিশনার নির্বাচিত হওয়ার পর, সমগ্র রাজ্য তথা পশ্চিম বর্ধমানে বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদ করে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
শিবরাম বর্মণ বলেন, জামুরিয়া বারাবানী সহ শিল্পাঞ্চলের সমস্ত এলাকায় বিজেপি কর্মীদের আক্রমণ করা হচ্ছে, তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের নির্দেশে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি একটি স্মারকলিপির মাধ্যমে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন যে বিজেপি কর্মীদের এই নৃশংসতা থেকে মুক্তি দিতে হবে এবং এই জেলায় একটি প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে।
এদিকে বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, গণতন্ত্রে প্রত্যেকেরই নিজের স্বাধীন ইচ্ছার যে কোন দলকে সমর্থন করার অধিকার আছে, কিন্তু নির্বাচনের পর, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের এই মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেটাও প্রশাসনের সহায়তায়।স্মারকলিপি দেওয়ার সময় শিবরাম বর্মণ ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ছাড়াও ছোটন চক্রবর্তী, দিলীপ দে সহ অন্যান্য বিজেপি নেতা -কর্মী উপস্থিত ছিলেন।
আসানসোলের হোটেলে জুয়া আসর, পুলিশের অভিযানে আটক ১৮ জুয়াড়ি, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা