ASANSOLBengali News

দুয়ারে রেশন প্রকল্প, বৈঠক করলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৪ সেপ্টেম্বরঃ ৪ মাস আগে শেষ হওয়া রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ” দুয়ারে রেশন ” ( Duare Ration ) নামে একটি প্রকল্প ঘোষণা করেছিলেন। যার মাধ্যমে মানুষের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিলো। মঙ্গলবার আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এই প্রকল্পের বিষয়ে একটি সভা করেন। সেই সভায় রেশন দোকানের মালিক, ব্যাঙ্কের প্রতিনিধি সহ রেশন স্কিম সম্পর্কিত সমস্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দুয়ারে রেশন প্রকল্প

পরে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে আসানসোল পুরনিগম এলাকার ছয়টি রেশন দোকান থেকে এই প্রকল্প ( Duare Ration ) শুরু হবে। আসানসোল, বার্নপুর ও কুলটিতে দুটি করে দোকান থাকবে। তিনি বলেন, যে সব রেশন কার্ড গ্রাহকরা সেখানে আছেন, তারা সবাই রেশন পাবে। আস্তে আস্তে এই প্রকল্প গোটা পুর এলাকার সমস্ত রেশন দোকানে চালু করা হবে। সব দোকান থেকে দুয়ারে রেশন দেওয়া শুরু হবে। অমরনাথ চট্টোপাধ্যায় আরো বলেন, এই প্রকল্পকে সফল করতে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০০ টাকা ভর্তুকি ঘোষণা করেছেন।

আসানসোল পথ দূর্ঘটনাকে কেন্দ্র করে রনক্ষেত্র, তেল ট্যাঙ্কারের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ, মৃত ১, আহত ৩, জাতীয় সড়ক অবরোধ, ইট বৃষ্টি, ভাঙ্গচুর, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ

ইডি দফতরে যাচ্ছেন না মন্ত্রী মলয় ঘটক, তার আইনজীবী গিয়েছেন, এতো অল্প সময়ের নোটিসে দিল্লি যাওয়া সম্ভব নয় জানান মন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *