ASANSOL

আসানসোলের ভিআইপি রোডে যুবকের মোবাইল ছিনিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আবারো মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলো আসানসোলে।
আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোল রেলওয়ে ট্রাফিক কলোনিতে অবস্থিত চিলড্রেন পার্কের কাছে ভিআইপি রোডে মোবাইলে কথা বলছিলেন এক যুবক। আচমকাই বাইকাররা তার মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যুবকটি হতচকিত হয়ে চেঁচিয়ে উঠলে চারপাশের লোকজন জড়ো হয়ে যায়। যুবকটি বলে যে সে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। আর ঠিক তখনই বাইকে চেপে দুষ্কৃতীরা মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় যুবকরা পিছু ধাওয়া করে ধরার চেষ্টা করলেও বাইকাররা পালিয়ে যায়। প্রায়শই ভিআইপি রোডে এই ঘটনা ঘটছে। যতই দুর্গাপূজা এগিয়ে আসছে মোবাইল ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে। কিছুদিন আগে ঊষাগ্রাম অঞ্চলে একই রকম ঘটনা ঘটে যেখানে এক যুবতী ফোনে কথা বলার সময় তার মোবাইল ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। যদিও এরপর পুলিশ দুই মোবাইল চোরকে ধরে ফেলে।

Asansol জেলা হাসপাতালে ভর্তি ৮০ জন শিশু, পুনে পাঠানো হলো ১৮ জনের নমুনা, চিন্তা থাকলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে, আতঙ্কের কিছু নেই, জানালো স্বাস্থ্য দপ্তর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *