আসানসোল জেলা হাসপাতালে ডিএনবি কোর্সে চালু হতে চলেছে চক্ষু ও বিভাগ
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে চালু হতে চলেছে ডিএনবি ( ডিপ্লোমা ন্যাশালান বোর্ড) কোর্সে চালু হতে চলেছে চক্ষু বা আই ও চেষ্ট বা বক্ষ বিভাগ। ২০১৪ সালে আসানসোল জেলা হাসপাতালে ডিএনবি কোর্সে পড়াশোনা চালু হয়েছিলো। বর্তমানে জেলা হাসপাতালে ৫ টি বিভাগ মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক ( শিশু) , গাইনি ও এ্যানাসথেটিকে ডিএনবি কোর্স চালু আছে। এই ৫টি বিভাগে এই মুহুর্তে ১০ এমবিবিএস পাশ করা বিভিন্ন জায়গা থেকে আসা চিকিৎসক ডিগ্রি কোর্সে পড়াশোনা করছেন। সাধারণত, এই কোর্সে পাঠরত পড়ুয়ারা হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের সঙ্গে থেকে হাতে কলমে চিকিৎসার পাঠ নেন। ইনডোরের পাশাপাশি আউটডোরের তারা চিকিৎসকদের সঙ্গে থাকেন।




হাসপাতাল সূত্রে জানা গেছে, এবার স্বাস্থ্য দপ্তর আসানসোল জেলা হাসপাতালে চক্ষু ও বক্ষ বিভাগে ডিএনবি কোর্স চালু করতে চলেছে। প্রতি বিভাগে ২ জন করে মোট ৪ জন চিকিৎসক পড়ুয়া থাকবেন। তবে এই দুটি বিভাগে ডিগ্রি নয়, তার পরিবর্তে ডিপ্লোমা পড়ানো হবে। তার মেয়াদ ২ বছরের। এই দুটি বিভাগ চালু করতে পরিকাঠামো ঠিক কি আছে তা খতিয়ে দেখতে সোমবার আসানসোল জেলা হাসপাতালে আসেন আরজিকর হাসপাতালের বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ অরুনাভ দত্ত চৌধুরী। তিনি আসানসোল জেলা হাসপাতালের বর্তমানে দায়িত্বে থাকা সুপার ডাঃ উত্তম রায় ও সহকারী সুপারদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন। পাশাপাশি তাদের সঙ্গে বৈঠকও করেন।
এই মুহুর্তে জেলা হাসপাতালের চক্ষু বিভাগে মোট তিনজন চিকিৎসক আছেন। সোমবারই বক্ষ বিভাগে ১ জন চিকিৎসক আসায় এই বিভাগে চিকিৎসকের সংখ্যা বেড়ে হয়েছে ২ জন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, দুটি বিভাগেই পরিকাঠামো ঠিক আছে। দ্রুত কোর্স চালু করে দেওয়া হবে।
উল্লেখ করা যেতে পারে, ২০১৪ সালে রাজ্যে আসানসোল জেলা হাসপাতাল সহ মোট ৬ টি হাসপাতালে ডিএনবি কোর্স চালু হয়েছিলো। পরিবর্তী সময়ে আরো অনেক হাসপাতালে ডিএনবি কোর্স চালু হয়েছে।
আসানসোলের ভিআইপি রোডে যুবকের মোবাইল ছিনিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা