মাসের-পর-মাস ঘুরেও রূপশ্রী প্রকল্পের টাকা পাননি, অভিযোগ
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্প গুলো পৌছে দেওয়ার জন্য নিজেই জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন, তখন কোথাও কোথাও একশ্রেণীর কর্মীদের ও প্রশাসনিক গাফিলতির কারণে সেইসব পরিষেবা সকলের কাছে সময়মতো পৌঁছচ্ছে না। এ নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক বৈঠকে তার ক্ষোভের কথাও জানিয়েছেন। তারই আরেকটি প্রমাণ মিলল সালানপুর ব্লকের রুপশ্রী প্রকল্পের আবেদন কারীদের অনেকেই মাসের-পর-মাস ঘুরেও তাদের প্রাপ্য অর্থটুকু পাননি ।এমন চিত্র বুধবার দেখা গেল পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসির দপ্তরে। সেখানে বসে ছিলেন সহ-সভাপতি বিদ্যুৎমিশ্রও ।




রূপনারায়ণপুরের পঞ্চায়েত সদস্য অপরাজিতা কর্মকার অভিযোগ করেন পশ্চিম রাঙ্গামাটিয়ার বাসিন্দা দৃষ্টিহীন পিতা পরেশ মির্ধার কন্যা সুনিতা মির্ধার গত ১৫ ই ডিসেম্বর বিয়ে হয়। নভেম্বর মাসে তারা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেন ।পঞ্চায়েত সদস্যা জানান ২৯ শে ডিসেম্বর তার জন্য ব্লক দপ্তর থেকে তদন্ত হয় ।কিন্তু তারপর ওই দুস্থ পরিবার বহুবার এসেছেন এখানে। আজকের মতই ওদের বলা হয়েছে এখনো হয়নি। ঠিক একই ধরনের অভিযোগ এদিন সভাপতিকে জানান জেমারির বাসিন্দা জুহি খাতুন এর পরিবার। গত চৌঠা ফেব্রুয়ারি তার বিয়ে হয় ।সেক্ষেত্রেও প্রায় ন মাস হতে চলল ।তার আবেদনের টাকা এখনো পাননি।
এদিন ওদের ফিরিয়ে দেয়া হয়। এমন শুধু দুজনই নয়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক বিজয় সিং বলেন এমন অনেক কেস আছে ।আমরা ব্লক প্রশাসনকে বলেছি । এই অভিযোগ এই সময় থেকে জানতে পেরে জেলায় রূপশ্রী প্রকল্পের দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট মহাশ্বেতা বিশ্বাস নায়েক বলেন এইরকম যেসব কেস পড়ে আছে তা নিয়ে ব্লক থেকে আমাকে কখনো বলা হয়নি। সামান্য কিছু সমস্যা আগে হয়েছিল । আশা করছি চলতি সপ্তাহেই এদের টাকা ব্যাংকে ঢুকে যাবে।