Asansol দুর্গাপূজার আগে প্রতি বোরোতে দেড় থেকে দু কোটি টাকার কাজ করার সিদ্ধান্ত, পুরকর আদায়ে নোটিশ পাঠাবে পুরনিগম কতৃপক্ষ
বাণিজ্যিক ক্ষেত্রে বকেয়া প্রায় ৩০ কোটি টাকা
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৭ সেপ্টেম্বরঃ কমার্শিয়াল বা বানিজ্যিক ক্ষেত্রে আসানসোল পুরনিগম এলাকায় কোটি কোটি টাকা পুর সম্পত্তি কর বা প্রোপার্টি ট্যাক্স বকেয়া রয়েছে। বারবার বলার পরেও পুর এলাকায় যারা কারখানা চালান বা ব্যবসা করেন তারা বকেয়া সেই কর পুরনিগমকে দিচ্ছেন না। যদিও পুর কতৃপক্ষের দাবি, কর না দিয়েও ঐ ব্যবসায়ীরা পুর পরিসেবা নিয়ে যাচ্ছেন।
কিন্তু এবার তা আর হবেনা। শুক্রবার আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের রিভিউ বা পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বকেয়া পুর কর আদায়ে নোটিশ পাঠানো হবে। তারপরেও যদি কেউ পুর কর না দেয়, তাহলে প্রথমে তাদেরকে পুরনিগম কতৃপক্ষ যেসব পুর পরিসেবা দেয়, তা বন্ধ করে দেওয়া হবে। পরবর্তীকালে পুর আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় কিনা, তা দেখা হবে।
এদিন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বা চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে পুর প্রশাসক বোর্ডের বৈঠক হয়। সেই বৈঠকে পুর প্রশাসক বোর্ডের দুই ভাইস চেয়ারম্যান অমিতাভ বসু ও মানস দাস, চন্দ্রশেখর কুন্ডু সহ অন্য সদস্যরা ছিলেন।
সেই বৈঠকের পরে পুর প্রশাসক বলেন, কমার্শিয়াল বা বাণিজ্যিক ক্ষেত্রে পুর সম্পত্তি বা প্রপার্টি ট্যাক্স অনেক টাকা বকেয়া রয়েছে। সেই কর আদায়ের জন্য আসানসোলের চেম্বার অফ কমার্সকে ক্যাম্প করতে বলা হয়েছিলো। কিন্তু কোন কারণে, তারা তা করতে পারেনি। তাই এদিনের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের পুর কর বকেয়া রয়েছে পুর কতৃপক্ষ তাদেরকে তা মিটিয়ে দেওয়ার জন্য নোটিশ পাঠাবে। তারপরেও তারা যদি তা না দেন, তাহলে পুরনিগম কতৃপক্ষ তাদেরকে যে পুর পরিসেবা দেয়, তা বন্ধ করে দেবে।
পুর প্রশাসক আরো বলেন, যারা কারখানা চালায় তাদেরকে পুরনিগম জল দেয়। কারখানায় বর্জ্য পদার্থ পুরনিগমের নর্দমা দিয়ে যায়। তা পুরনিগমের সাফাই কর্মীরা পরিষ্কার করে। তারা সুবিধা নেবে, অথচ পুর কর দেবেনা। আমার আবেদন যাদের ৫০ হাজার টাকার কম ও ৫০ হাজারের বেশি পুর কর বকেয়া রয়েছে, তারা তা মিটিয়ে দিন। তাহলে পুরনিগমের পরিসেবা চালাতে সুবিধা হবে।
পুরনিগম সূত্রে জানা গেছে, পুর এলাকায় কমার্শিয়াল ক্ষেত্রে ৩০ কোটি টাকারও বেশি কর বকেয়া রয়েছে। যার মধ্যে শুধু আসানসোল শহরের বকেয়ার পরিমাণ ১৫ কোটি টাকার মতো ।
পুর প্রশাসক বলেন, সামনেই বাঙালির বড় উৎসব দূর্গাপুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বড় কোন খরচ করা! যাবে না। কিন্তু পুর পরিসেবা ঠিক মতো চালিয়ে যেতে হবে।
এমনিতে আসানসোল পুর এলাকার সবকিছু ঠিকই আছে। তাও ঠিক করা হয়েছে পুজোর আগে যেসব রাস্তাঘাট খারাপ আছে, তা সংস্কার করা হবে। জল সরবরাহ, সাফাই সহ অন্যসব পরিসেবা ঠিক রাখতে পদক্ষেপ নেওয়া হবে। পুজোর আগে পুরনিগমের প্রতি বোরোতে দেড় থেকে দু কোটি টাকার কাজ শেষ করা হবে। যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয়। এছাড়াও পুরনিগমের যে সব আরসিএইচ বা হেল্থ সেন্টারে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে, সেই কাজ যাতে ভালোভাবে চলে তার দিকে নজর রাখা হবে৷
Sail Wage Revision और बोनस को लेकर 4-5 को बैठक, होगा फैसला या फिर नौटंकी कर्मी पूछ रहे सवाल