KULTI-BARAKAR

নিষিদ্ধ পল্লী থেকে যৌন কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

কুলটির নিয়ামতপুরের ঘটনায় চাঞ্চল্য

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/ কাজল মিত্র , আসানসোল, ১৭ সেপ্টেম্বরঃ আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর নিষিদ্ধপল্লি থেকে শুক্রবার সকালে এক যৌন কর্মীর গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিষিদ্ধ পল্লীতো। পুলিশ সুত্রে জানা গেছে, বছর পঁচিশের ঐ যৌন কর্মীর নাম পায়েল। তার বাড়ি নদীয়ার কোন জায়গায়। বছর কয়েক আগে বাড়ি থেকে কারোর সঙ্গে পালায়। পরে সে এই নিষিদ্ধ পল্লীতে এসে দেহ ব্যবসায় নামে। এদিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় নিষিদ্ধ পল্লীর একটি বাড়ির ভেতর থেকে।পুলিশ দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ।

তবে বাড়ির লোকেরা না আসায় এদিন দেহ ময়নাতদন্ত হয় নি। পুলিশ বাড়ির ঠিকানার খোঁজ করে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর
মামলা করে তদন্ত শুরু করেছে। তবে, প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোন কারণে মানসিক অবসাদ থেকে ঐ যৌন কর্মী আত্মঘাতী হয়েছে। কিছুদিন আগেই আরও এক যৌন কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।

Leave a Reply