ASANSOL

নীরজ চোপড়ার সঙ্গে সম্মানিত হলেন FOODMAN চন্দ্রশেখর

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলের সমাজকর্মী ফুডম্যান ( FOODMAN) চন্দ্রশেখর কুন্ডু আবারও শিল্পাঞ্চলকে গর্বিত করলেন । লকডাউন চলাকালীন, তার নেতৃত্বে শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিং দেওয়ার জন্য কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ সম্মান প্রদান করা হয়। এই অনুষ্ঠানে দেশের চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। সম্মানিতদের মধ্যে ছিলেন টোকিও অলিম্পিকের স্বর্ণপদকপ্রাপ্ত নীরজ চোপড়া ( Neeraj Chopra), দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী ফুটবল কোচ সৈয়দ নইমুদ্দীন, শিল্পপতি শ্রী জালান এবং আসানসোলের ফুডম্যান চন্দ্রশেখর কুন্ডু( Chandra Sekhar Kundu)। ক্রিকেটার মনোজ তিওয়ারি, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে প্রমুখ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মান পাওয়ার পর, (FOODMAN) চন্দ্রশেখর কুণ্ডু বলেন যে, তিনি সকলের সহযোগিতা এবং ভালোবাসার কারণেই এই কাজটি করতে পেরেছেন। অভাবী মানুষদের খাদ্য সরবরাহের কাজও ধারাবাহিকভাবে করা হচ্ছে। যার কারণে তিনি FOODMAN নামেও পরিচিত। একই সময়ে, আদিবাসী অধ্যুষিত এলাকায় অভাবীদের “ঈশ্বরের দোকান” প্রকল্পের মাধ্যমে অভাবীদের বিনামূল্যে জামাকাপড় , খাবার দেওয়া হয়। লকডাউনের সময় শিশুদের শিক্ষা এবং পড়াশোনা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটি বিবেচনা করে বিভিন্ন এলাকার শিক্ষিত মানুষের সহায়তায় তিনি তার বন্ধু এবং ছাত্রদের যৌথ সহযোগিতায় বিনামূল্যে কোচিং ক্যাম্পেইন শুরু করেন যা অভিনব উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। প্রসঙ্গত, তার সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্প্রতি আসানসোল পৌর কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবেও নিযুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *