Bengali NewsRANIGANJ-JAMURIA

ধার দেওয়া টাকা শোধ করার নামে ২০ বছর ধরে আদিবাসী ইসিএল কর্মীর বেতন হাতিয়ে নেওয়ার অভিযোগ, ধৃত তৃণমূল কর্মী

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী: প্রায় কুড়ি বছর আগে বিশেষ কারণে রামাশংকর সিং এর কাছে 50 হাজার টাকা ধার নিয়েছিলেন ইসিএল কর্মী যতীন কোড়া। আর সেই সময় থেকেই ধার নেওয়া টাকা শোধ করার নামে যতীনের সেলারি টাকা হাতিয়ে নিয়ে আসছে রামা শংকর সিং । কিন্তু দীর্ঘ বছর ধরে এই ভাবেই চলে আসার পর রামা শংকর সিং এর কাছে সমস্ত নথি ফেরত চাওয়া হলে ইসিএল কর্মী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।


এরপরে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে । ঘটনায় অভিযুক্ত রামা শংকর সিং এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। এলকার আদিবাসী বলেন আগেও আদিবাসী শোষণ হতো এখনো হচ্ছে ।আমরা চাই দোষী শাস্তি পাক আর আগামীদিনে যেনো কেই সুদ ঘর আদাবসিদের শোষণ না করে।

এলাকার তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন তৃণমূল হক বা বিজেপি হক গরীবের দের শোষণ করা যাবে না ।আমি হয়,আমার ছেলেও হক বা আমার স্ত্রী হক এই অন্যায় বরদাশত করা যাবেনা ।দোষী যেনো শাস্তি পায় । আমদের সরকার আমদের উচ্চ নেতা গরীবের পাশে ,শোষণ কে বরদাস্ত করে না।
রামা শংকর সিং কে পুলিশ গ্রেফতার করেছে। পাঁচদিনের রিমান্ডে নিয়েছে রানীগঞ্জ নিমচা ফাঁড়ি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *