Bengali NewsPURULIA-BANKURARANIGANJ-JAMURIA

কোন থানার এলাকা ? সাড়ে তিন ঘন্টা বেশী সময় ধরে ঘটনাস্থলেই পড়ে থাকল এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য: শুধুমাত্র এলাকাটি কোন থানার অধীনে? এই টানা পোড়েনে প্রায় সাড়ে তিন ঘন্টা বেশী সময় ধরে ঘটনাস্থলেই পড়ে থাকল এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ।  ঘটনা বাঁকুড়ার মেজিয়া ও পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ সীমানা লাগোয়া এলাকার।  বাঁকুড়ার মেজিয়া ও রানীগঞ্জ সীমানায় রয়েছে দামোদর নদের রেল সেতু।

স্থানীয় সূত্রে খবর শুক্রবার বিকেল চারটা নাগাদ রানীগঞ্জের দিকে রেল সেতুতে ওঠার ঠিক মুখে সেতুর নীচে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা রেল সেতুতে ওঠার মুখে মালগাড়ির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। সীমানাবর্তী যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে হাজির হয় রানীগঞ্জ ও মেজিয়া দুই থানার পুলিশ। কিন্তু মৃতদেহটি যেখানে মিলেছে সেই এলাকা কোন থানার অধীন তা নির্ধারণ করতেই কেটে যায় প্রায় সাড়ে তিন ঘন্টা। পরে এলাকাটি মেজিয়া থানার অধীন বুঝতে পেরে মেজিয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

শুধুমাত্র কোন থানার এলাকা তা নির্ধারণ করার জন্য সাড়ে তিন ঘন্টা মৃতদেহ ঘটনাস্থলে ফেলে রাখার ঘটনায় কড়া নিন্দা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply