আসানসোলের Bakers Point এর উদ্বোধন করলেন অভিজিৎ ঘটক
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল: আসানসোলের মহিশিলা কলোনির শিমুলতলা বিষ্ণুপ্রিয়া অ্যাপার্টমেন্টে বেকার্স পয়েন্টের ( Bakers Point) উদ্বোধন রবিবার সন্ধ্যায় INTTUC জেলা সভাপতি অভিজিৎ ঘটক করেন। অভিজিৎ ঘটক বলেন, এ ধরনের প্রতিষ্ঠান খোলা ভালো বিষয়। এতে এলাকায় ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি পাবে।




বেকার্স পয়েন্টের প্রভাস ঘোষ( সন্তু) জানান, আসানসোলের মানুষ এখানে কেক এবং অন্যান্য বেকারিজাত দ্রব্য পাবেন। আসানসোলের পাশাপাশি বেকার্স পয়েন্টের ফ্যাক্টরি এবং ব্রাঞ্চ রয়েছে পুরুলিয়াতে। সপ্তাহের প্রতিদিনই সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে আসানসোলের বেকার্স পয়েন্ট। ৪ কিলোমিটারের মধ্যে ফ্রী ডেলিভারি সার্ভিস দেওয়া হবে। এখানে কেক, পেস্ট্রি,বার্গার সহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। বিভিন্ন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বেকার্স পয়েন্ট পুরোপুরি সহযোগিতা করবে।
