ASANSOL

আসানসোল পৌরনিগমের উদ্যোগে ভ্যাকসিন নিয়ে আশা কর্মীদের প্রশিক্ষণ শিবির

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পৌরনিগমের উদ্যোগে ভ্যাকসিন নিয়ে আশা কর্মীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো।মঙ্গলবার এই প্রশিক্ষণ শিবিরে আসানসোল পৌরনিগমের 345 জন আশা কর্মী উপস্থিত ছিলেন।জানা গিয়েছে এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আগামী পৌরনিগম এলাকায় ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা পূরনের উদ্যোগে নেওয়া হয়েছে।তাই আগামী দিনে আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষেরা ভ্যাকসিন নিয়েছেন কিনা সেই বিষয়ে খোঁজ নেবেন।তাই আগামী দিনে আসানসোল পৌরনিগমের 106 টি ওয়ার্ডে 100 শতাংশ পূরনের লক্ষ্যমাত্রা নিয়ে আশা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আশা কর্মীদের প্রশিক্ষণ

এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক গাঙ্গুলী কি বলেন সকলে যাতে সুষ্ঠ ভাবে ভ্যাকসিন পায় তারজন্য স্বাস্থ্য দফতর থেকে আসা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা বাড়ি বাড়ি গিয়ে সকলকে ভ্যাকসিন প্রদান করতে পারে ।এখনো পর্যন্ত 4 লক্ষ 72 হাজার ডোজ দেওয়া হয়েছে ।প্রায় 345 জন আশা কর্মীকে আজ প্রশিক্ষণ দেওয়া হল পরে আরো দেওয়া হবে ।

এবার দুয়ারে সরকারে দ্বিগুণেরও বেশি মানুষকে পরিষেবা, শুধু লক্ষীর ভান্ডার প্রকল্পে ৫ লক্ষ ৬৮ হাজার ১৭৬ আবেদন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *