BARABANI-SALANPUR-CHITTARANJAN

সমাজসেবী অমিত চক্রবর্তী প্রোটিন খাবার তুলে দিলেন সেফ হোমে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পেশায় চিত্তরঞ্জন শহরের এক ঠিকাদার হলেও আগের বছর থেকে করোনার সময় কাল থেকে নিজেকে সমাজ সেবার সাথে যুক্ত করে মানুষের জন্য কাজের প্রবণতা দিনের পর দিন বেড়েই চলেছে ।সেই ব্যক্তি আর কেও নন চিত্তরঞ্জন শহরের বাসিন্দা অমিত চক্রবর্তী । এমন বহু মানুষ রয়েছে যারা এই সমাজ কল্যানে নিয়জিত করে রেখেছে তার মধ্যে অন্যতম এই অমিত চক্রবর্তী ।তিনি সর্বদা মানুষের পাশে থেকে কাজ করতে ভালবাসেন ।তাই তিনি কোরোনা লকডাউন অভুক্ত লোকেদের মুখে অন্ন তুলে দেওয়ার সাথে সাথে কোরোনা গ্রস্ত রোগীদের পাশে দাঁড়ালেন ।

তিনি শুক্রবার সালানপুর ব্লকের বিধায়কের প্রচেষ্টায় তৈরি আইটিআই শিক্ষা কেন্দ্রে যে সেফ হোম সেবা কেন্দ্র করে হয়েছে সেখানে তিনি যেসকল কোরোনা গ্রস্থ রোগী রয়েছে তাদের জন্যে 300 প্যাকেট হরলিক্স ও 100 প্যাকেট বনভিটা ,প্রোটিন জাতীয় খাবার তুলে দিলেন সেফ হোমের দায়িত্বে থাকা সুভাষ মহাজনের হাতে তাছাড়া ।পূর্বাসন কমিটি র একটি বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে গিয়েও তাদের জন্যও আজ সুস্বাস্থ্কর প্রোটিন শুকনো খাবার ও ডিম তুলে দিলেন ।

এদিন অমিত চক্রবর্তী বলেন যে তিনি সবসময় দরিদ্র এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই ।এবং আজ মহামারীর সময় অনেকে কোরোনা গ্রস্ত রোগীদের ছেড়ে দূরে সরে যায় তাই তিনি তাদের পাশে থেকে সকলকে সুস্থ দেখতে চান এবং তিনি আজ সেবা কেন্দ্রে যেসকল নার্স , চিকিৎসক রয়েছে সকলকে ধন্যবাদ দেন কারন তিনি বলেন এরা যেভাবে প্রথম সারিতে থেকে কাজ করে তাদের জন্যই আজ বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে ।
এদিন অমিত চক্রবর্তীর সাথে ছিল মিঠুন মন্ডল,শচীন দাস
সহ অনেক উপস্থিত ছিলেন।

Leave a Reply