ASANSOLBengali News

আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা, ধৃতর ১০ দিনের পুলিশ রিমান্ড

বেঙ্গল মিরর,কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ সেপ্টেম্বরঃ ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে পাচারের অভিযোগে ধৃতকে আস মহম্মদ ওরফে বাবলু আসানসোল আদালতে শুক্রবার কুলটি থানার পুলিশ পেশ করে।
প্রসঙ্গতঃ বৃহস্পতিবার দুপুরে কুলটি থানার বরাকরের বাংলা ঝাড়খণ্ড সীমানা এলাকায় নাকা চেকিংয়ের সময় ২৫ টি ৭ এমএম পিস্তল ও ৪৬ টি ম্যাগাজিন সহ আস মহম্মদকে গ্রেফতার করা হয়েছিলো। ধৃত আস মহম্মদ নিজেকে কুলটি থানার কেন্দুয়া বাজার এলাকার খিলানধাওড়ার বাসিন্দা বলে পুলিশের কাছে দাবি করেছিলো। এদিন কুলটি থানার পুলিশ ধৃতকে আসানসোল আদালতে পেশ করে ১২ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিলো। বিচারক সেই আবেদনের ভিত্তিতে ধৃতর জামিন নাকচ করে ১০ দিনের রিমান্ডের নির্দেশ দেন।

हथियारों का सौदागर


এদিন পুলিশের তরফে বলা হয়েছে, ধৃতকে রিমান্ডে নিয়ে আরো জেরা করা হবে। গ্রেফতারের আস মহম্মদকে প্রাথমিক জেরা করে, বেশ কিছু তথ্য মিলেছে। কিন্তু তার কাছ থেকে আরো তথ্য পাওয়া যাবে। পুলিশের দাবি, আন্তঃরাজ্য অস্ত্র কারবারিরা এর পেছনে রয়েছে। যারা মুলতঃ ধৃতকে দিয়ে ঝাড়খণ্ড থেকে বাংলায় পিস্তল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র পাচারের কাজ করতো। তাদের কাছ পযর্ন্ত পৌঁছাতে হলে, ধৃতকে জেরা করা দরকার। সে কতদিন ধরে এই কাজ করছে, কোথায় কোথায় সে এখনো পর্যন্ত ঠিক কতগুলো আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছে, তাও পুলিশ জানার চেষ্টা করবে। ধৃত নিজেকে কুলটি থানা এলাকার বাসিন্দা বললেও, তার কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে পুলিশের দাবি।

Barakar से गिरफ्तार युवक से मिले 25 Pistol, 46 मैगजीन ः सीपी

Breaking : Barakar में पुलिस ने हथियारों के साथ दबोचा

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *