আসানসোলে ক্যালাইডোস্কোপ আয়োজিত ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: শুক্রবার আসানসোল রবীন্দ্রভবনে উদ্বোধন হলো
ক্যালাইডোস্কোপ আয়োজিত তৃতীয় ফটোগ্রাফি বা চিত্র প্রদর্শনীর। এদিন বিকালে প্রদীপ জ্বালিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী পুলক দাস, চন্দ্রানী চট্টোপাধ্যায় প্রমুখ।




এই প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বয়সের ফটোগ্রাফারদের তোলা বিভিন্ন বিষয়ের ফটো প্রদর্শিত হয়েছে। এই প্রদর্শনী শুক্রবার থেকে শুরু হয়ে তিনদিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই ব্যাপারে এই প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা চন্দ্রানী চট্টোপাধ্যায় ও পুলক দাস বলেন, এই প্রদর্শনী এই বছর ৩ বছরে পা দিল। ইতিমধ্যে আমাদের এই প্রদর্শনী রাজ্যজুড়ে অভূতপূর্ব সাড়া পেয়েছি বিভিন্ন ফটোগ্রাফিপ্রেমী মানুষদের কাছ থেকে।