জনবহুল স্থানে অগ্নিনির্বাপণ কিভাবে সম্ভব রানীগঞ্জে Mock Drill
বেঙ্গল মিরর, রাণীগঞ্জ, চরণ মুখার্জি : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জনবহুল স্থানে অগ্নিনির্বাপণ কিভাবে সম্ভব সে বিষয়কে জানান দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার রানীগঞ্জের রেলওয়ে জিআরপি ও রানীগঞ্জ ফায়ার বিগেট যৌথ উদ্যোগে এক মহড়া কর্মসূচির আয়োজন করা হলো রেলওয়ে চত্বর এলাকায়। এদিন প্রথমে তারা ট্রাফিক পুলিশ, রেলওয়ে জিআরপি, রেলওয়ের কর্মী ও বিভিন্ন দুর্গা পুজো কমিটির সদস্যদের নিয়ে কিভাবে আপাতকালীন অবস্থায় অগ্নিনির্বাপণ করবেন তানিয়ে বৈঠক সারেন তারা।




বৈঠকে বক্তব্য রাখেন রানীগঞ্জ ফায়ার ব্রিগেড ওসি সুকান্ত চট্টোপাধ্যায়। পরে স্টেশন চত্বর লাগোয়া এলাকায় আগুন নেভানোর বিভিন্ন কৌশল, বিভিন্ন উপকরণের মাধ্যমে নিভানোর প্রক্রিয়া হাতে-কলমে করে দেখান। ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নিনির্বাপক যন্ত্র কিভাবে সচল করে আগুনকে নেভানো যায় তা করে দেখান। বৃহস্পতিবার এই বিশেষ কর্মসূচিতে অংশ নিয়ে স্বভাবতই খুশি এলাকার পুজো কমিটির সদস্যরা, রেলওয়ে কমিটি ও ফায়ার ব্রিগেড এর এই ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।