ড্রামের কেমিক্যাল নর্দমায় আগুন, চাঞ্চল্য
বেঙ্গল মিরর,কাজল মিত্র/মনোজ শর্মা :-একটি কেমিকেল ভর্তি ড্রাম কাটার সময় অঘটন ঘটে গেল দোমাহানি বাজার এলাকায়।যান যায় শুক্রবার সকালে বারাবনি ব্লকের দোমহানি বাজার এলাকায় একটি হার্ডওয়ারের দোকানে একটি ড্রাম কাটার সময় ড্রাম থেকে বেরিয়ে আসা কিছু কেমিক্যাল নর্দমার মধ্যে যায় তবে নর্দমায় কেমিকেল পড়তেই আগুন লেগে যায়।যারফলে সেই আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ভয়ভীতি হয়ে পড়ে।স্থানীয়রা একত্রিত ভাবে বালি,মাটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং খবর দেওয়া হয় বারাবনি থানার পুলিশ কে ।
এই ঘটনার খবর পেয়ে বারাবনি থানার পুলিশ সেখানে ছুটে আসে দোকানের মালিককে জিজ্ঞাসা বাদ করা হয়।যে ওই ড্রামে কি ধরনের কেমিক্যাল ছিল যা নর্দমা তে যাওয়াতেই আগুন ধরে যায়।এই বিষয়ে দোকান মালিক পুলিশ কে কোন কিছুই জানাতে পারেন না।পুলিশ ঘটনার ভিত্তিতে ওই দোকানে তল্লাশি চালায়।পুলিশ দোকানের ভিতরে দেখে যে ড্রাম গুলি কাটা হচ্ছিল সেই ড্রামগুলি গায় যে নাম লেখা থাকে সেই গুলির মধ্যে কালো কালি দিয়ে দাগ করা রয়েছে।
পুলিশের সন্দেহ জাগে এবং দোকানের মালিককে আটক করেন।সেই দোকানের বৈধ কাগজ পত্র পুলিশ খতিয়ে দেখছেন।তার কিছুক্ষণ পরে আসানসোল থেকে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এখন বিষয় হচ্ছে ওই ড্রামে এমন কি কেমিক্যাল ছিল যার জেরে এই ধরনের দুর্ঘটনা ঘটে গেল তা সব কিছু খতিয়ে দেখছে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।