BARABANI-SALANPUR-CHITTARANJAN

ইস্টবেঙ্গল ফ‍্যানস ক্লাব এর ব‍্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষা শিবির

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-চিত্তরঞ্জন রূপনারায়নপুর ইস্টবেঙ্গল ফ‍্যানস ক্লাব ( East Bengal Fans Club) এর ব‍্যবস্থাপনায় ২৫ তারিখ শনিবার আমলাদহি বাসস্ট্যান্ডে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষন শিবিরের আয়োজন করা হয়। উক্ত এই শিবিরে ১০১ জন স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।এদিন এই শিবিরে ডঃ অসীম কুমার নস্কর নিজে উপস্থিত থেকে প্রতিটি রুগীকে পরীক্ষা করেন।এই শিবিরকে সাফল্য মন্ডিত করতে দুটি সংগঠন ওষুধ দিয়ে সহায়তা করে “রেডভলান্টিয়ারস” এবং “ওয়েষ্ট বেঙ্গল মেডিকেল রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন”।

এছাড়াও উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ফ‍্যানস ক্লাবের সভাপতি দীপঙ্কর মিত্র, সম্পাদক অঙ্কুর চ‍্যাটার্জী,কোষাধ্যক্ষ অনির্বাণ ঘোষ, মিঠুন দাস,সুদীপ্ত পাল,সুদীপ্ত দে,দেবর্ষি চৌধুরী, তাপস দাস চৌধুরী, নন্দন সিং,শ‍্যামা ঘোষ, উত্তম ধর, শুভেন্দু ভট্টাচার্য্য, সঞ্জিত মজুমদার, শুভ চক্রবর্তী এবং সর্বোপরি এরিয়া ৬ এর ভাইস ওয়ার্ডেন শ্রী সুদীপ কুন্ডু (বাপ্পা) সহ অনেকে ।

আসানসোলে চারটে ব্রিজ তৈরি করা হবে, বৈঠক করলেন মন্ত্রী মলয় ঘটক

রেলে ভুয়ো চাকরি চক্রের দুই পান্ডা পুলিশের হাতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *