Police Constable Exam : আসানসোল ও দূর্গাপুরে ৫ জন ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য রবিবার রাজ্যের অন্যান্য জায়গায় সাথে আসানসোল মহকুমা সহ জেলার আশিটি কেন্দ্রে পরীক্ষা হয়। এরমধ্যে ভুয়ো পরীক্ষার্থী হিসেবে রবিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ বিহারের ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রানীগঞ্জের বক্তারনগর স্কুলে বিহারের বেগুসরাই এর মনিশ কুমারের হয়ে পরীক্ষা দেন বিহারের ভবুয়ার গুপ্তেশ কুমার সিং। অন্যদিকে রানীগঞ্জের আরো একজন ধরা পড়ে বিহারের লক্ষ্মীসরাই এর বাসিন্দা বিমলেন্দু কুমার।
আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দুটি পরীক্ষা কেন্দ্রে যে দুজন ধরা পড়েছে ভুয়া পরীক্ষার্থী হিসেবে তাদের মধ্যে বিহারের রোহতাসের বাসিন্দা বীরেন্দ্র কুমার। সে পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর এর সুকেশ রুইদাস এর হয়ে পরীক্ষা দিচ্ছিল আসানসোল ওল্ড স্টেশন স্কুলে। অপরদিকে বিহারের কৈমুর জেলার বাসিন্দা অমরনাথ প্যাটেল আসানসোল বেঙ্গলি গার্লস স্কুলে বিহারের লক্ষ্মীসরাইয়ের অর্জুন সিং এর হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে।
এছাড়াও দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ নেপালি পাড়া স্কুলে পরীক্ষা দেওয়ার সময় পাটনার চমন কুমারকে একই ধরণের অভিযোগে আটক করেছে। পরীক্ষার করানোর দায়িত্বে ছিলেন পুলিশ কমিশনার এন সুধীর কুমার, ডিসিপি অভিষেক গুপ্ত ও এসিপি তথাগত পাণ্ডে।