বঙ্গ জননী বাহিনীর পাড়ায় বৈঠক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও মন্ত্রী মলয় ঘটক মহাশয় এর নির্দেশে বঙ্গ জননী বাহিনীর পক্ষ থেকে আসানসোল উত্তর বিধানসভা র ২১ নম্বর ওয়ার্ড এর মহিলাদের নিয়ে পাড়ায় পাড়ায় বৈঠক এর কর্মসূচির
আয়োজন করা হয় ।যেখানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন জেলার মহিলা সভাপতি আল্পনা ব্যানার্জি জেলার কার্যকরী সভাপতি
সিকে রেশমা ও রিনা মুখার্জি ।
এই বৈঠকে উপস্থিত সিকে রেশমা জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা তাই তিনি মহিলাদের কথা ভেবে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প করছেন ।মহিলাদের যেকোন সমস্যা সমাধানে আমাদের এই বঙ্গ জননী বাহিনীর মহিলারা তার পাশে দাঁড়াবে ।তাছাড়া মহিলার আধার কার্ড পান কার্ড, রেশন কার্ড ভোটার কার্ড তৈরিতে অসুবিধা হলে এই বাহিনীর মহিলারা সেই সমস্যা দূর করবে।
नए-पुराने कार्यकर्ता है एक समान, गद्दारों को पहचाने : विधान उपाध्याय
Constable Exam : फर्जी अभ्यर्थियों को पुलिस ने दबोचा, सभी बिहार के