Bengali NewsRANIGANJ-JAMURIA

চুরি যাওয়া ২৬ টি মোবাইল সহ গ্রেফতার ২

বেঙ্গল মিরর, কাজল মিত্র/সৌরদীপ্ত সেনগুপ্ত :-নাকা চেকিং এর সময় ২৬টি চূরি যাওয়া মোবাইল সহ ২ জন কে আটক করল জামুড়িয়া থানার পুলিশ। সামনে দুর্গাপজো তাই প্রশাসনিকের পক্ষ থেকে এলাকায় আটোসাট নিরাপত্তার ব্যবস্থা করেছে জামুড়িয়া থানার পুলিশ। সন্ধ্যা নাগাদ আখলপুর ব্রিজের কাছে নাকা চেকিং এর সময় পুলিশ একটি স্কর্পিও গাড়িকে আটক করে তল্লাশির সময় ২৬ টি মোবাইল ফোন উদ্ধার করে। গাড়িতে থাকা দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় ওই মোবাইল গুলি চুরির। এর পরেই পুলিশ ওই দুজন কে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই সমস্ত মোবাইল হুগলি জেলার আরামবাগ এলাকা থেকে চুরি হয়েছে। মোবাইল গুলি আসানসোল ও ঝাড়খণ্ডে সরবরাহ করার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। পুলিশ ঘটানার তদন্তে নেমেছে


পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ তাদের কাছ থেকে মোট ২৬ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। অপরাধীদের জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে যে তারা ওই চুরি করা মোবাইল পাচার করে। তারা এই মোবাইল ফোনগুলো এক জেলা থেকে অন্য জেলায় পাচার করার কাজ করে। তিনি বলেন যে এই সমস্ত মোবাইল ফোনগুলি হুগলি জেলার আরামবাগাল থেকে আনা হয়েছে যা আসানসোল,
ঝাড়খণ্ডের এবং সংলগ্ন এলাকায় সরবরাহের জন্য নিয়ে আসা হচ্ছিল। পুলিশ বর্তমানে অপরাধীদের তাদের হেফাজতে নিয়েছে। অপরাধীদের সহায়তায় পুলিশ এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত তাদের অন্যান্য সহযোগীদের খুঁজতে শুরু করেছে।

500 से अधिक मोबाइल छीनने, डकैती, के आरोपियों को झारखंड से बराकर पुलिस ने दबोचा


Breaking : CBI ने नारायण, जयदेव , नीरद और गुरुपद को दबोचा, coal smuggling में पहली गिरफ्तारी

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *