মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খুশিতে আসানসোলে বঙ্গ জননীর পক্ষ থেকে আনন্দউৎসব
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: রবিবার আসানসোলের ধাদকা এলাকায় অবস্থিত তৃণমূল কার্যালয়ের সামনে, বঙ্গ জননী বাহিনীর পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় উৎসব উদযাপিত হয়। বঙ্গ জননী বাহিনীর সদস্যারা একে অপরকে আবির লাগিয়ে এবং মিষ্টি খাওয়ানোর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় উদযাপন করেন।
বঙ্গজননী বাহিনীর নেত্রী রীনা মুখোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচিতে রীনা মুখোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সকল নারীর জয়। তিনি আশা প্রকাশ করেন যে আগামী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আরও এগিয়ে নিয়ে যাবেন। ওই কর্মসূচিতে গায়ত্রী চক্রবর্তী, বীথি ঘোষ, শিল্পী মজুমদার, মাধুরী দেবনাথ, সন্ধ্যা চক্রবর্তী, মনীষা চক্রবর্তী,কাবুলি সিং এবং বঙ্গ জননী বাহিনীর সকল সদস্যারা উপস্থিত ছিলেন।
আসানসোল দক্ষিণ থানার পুলিশের মানবিক মুখ, বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের পাশে, দেওয়া হলো ত্রাণ