ASANSOL

বন্যায় বিধ্বস্ত এলাকা পরিদর্শন CPM, জেলাশাসকের নিকট দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি নিয়ে সাক্ষাৎ করব :পার্থ মুখোপাধ্যায়

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রবিবার সিপিআই (এম) -এর তিন নম্বর কমিটি রেলপাড়ের কসাই মহল্লা এলাকায় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২৪,২৫,২৬ ও ২৮ নম্বর ওয়ার্ড এলাকার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে। সিপিআই (এম) নেতা পার্থ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পরিদর্শনের সময় ইফতিয়ার নায়ার, হায়দার ইমাম, মহ: ইসরাইল, নজরুল খান, আফতাব আলম, এসএন রাহী, রিয়াজউদ্দিন, সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্থ মুখোপাধ্যায় বলেন, এটা খুবই লজ্জাজনক যে এতদিন পরেও এলাকার মানুষ স্বস্তি পাননি। তিনি বলেন যে আজকের এই পরিদর্শনের মাধ্যমে ধারণা পাওয়া যাবে কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন । এই পরিস্থিতিতে এদিন তিনি দলের পক্ষ থেকে নেওয়া তথ্য নিয়ে খুব শীঘ্রই পশ্চিম বর্ধমান জেলাশাসকের সঙ্গে দেখা করবেন এবং প্রশাসনকে ওই সমস্ত মানুষকে সাহায্য করার জন্য অনুরোধ করবেন।

শুভেচ্ছা জানিয়েও কটাক্ষের সুরে আক্রমণ বিধায়ক অগ্নিমিত্রা পালের, বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন

Leave a Reply