ASANSOL

লায়ন্স ক্লাব অফ আসানসোল নর্থ-এর সাজাবো যত্নে, মহিলাদের দেওয়া হল শাড়ি

বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোলের দক্ষিণ ধাদকা দুর্গা মন্দির চত্বরে, রবিবার লায়ন্স ক্লাব অফ আসানসোল নর্থ-এর সাজাবো যত্নে প্রকল্পে বন্যা কবলিত মহিলাদের শাড়ি, সায়া এবং ব্লাউজ দেওয়া হল। এখানে ৮২ জন মহিলাদের বস্ত্র দেওয়া হল, এই উপলক্ষে লায়ন্স ক্লাব অফ আসানসোল নর্থের মেম্বারশিপ চেয়ারপার্সন কুন্তল মুখোপাধ্যায় বলেন, ঘূর্ণিঝড় গুলাবের কারণে জেলা সহ আসানসোলে প্রচুর ধ্বংস হয়েছে। আসানসোলের বিভিন্ন স্থানে হাজার-হাজার পরিবার এতে আক্রান্ত হয়েছে। ভেঙে পড়েছে শত শত মানুষের ঘরবাড়ি। বন্যায় বাড়ির সবকিছু ধ্বংস হয়ে গেছে।

তিনি জানান, আসানসোল নর্থের লায়ন্স ক্লাব দক্ষিণ ধাদকার আশেপাশের বন্যা আক্রান্ত মহিলাদের সাহায্যে এগিয়ে এসেছে। ভবিষ্যতেও এভাবে সাহায্য করবে। লায়ন্স ক্লাব অফ আসানসোল নর্থের সভাপতি দেবশ্রী মজুমদার, সেক্রেটারি অনুশ্রী বন্দ্যোপাধ্যায়, পূজা পোইতুণ্ডি, কানহাইয়া দাস, মিন্টু দেব, অরিজিত পোইতুণ্ডি প্রমুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।


আসানসোল দক্ষিণ থানার পুলিশের মানবিক মুখ, বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের পাশে, দেওয়া হলো ত্রাণ

আসানসোলে দুর্যোগের পরে পরিস্থিতি খুবই খারাপ, INTTUC জেলা সভাপতির বাজার পরিদর্শন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *