Coal India BONUS :পূজা বোনাস ৭২ হাজার ৫০০ টাকা
বেঙ্গল মিরর, আসানসোল : কোল ইন্ডিয়ায় ( Coal India ) কর্মরত প্রায় দুই লাখ ৮০ হাজার কর্মীর বার্ষিক বোনাস (Coal India BONUS) নির্ধারণ করা হয়েছে। কয়লা শ্রমিকদের পূজা বোনাস ৭২ হাজার ৫০০ টাকা। এটি 11 অক্টোবরের আগে দেওয়া হবে, এবার ইউনিয়নগুলির পক্ষ থেকে কয়লা শ্রমিকদের এক লাখ টাকা বোনাস দেওয়ার দাবি জানানো হয়েছিল। দুর্গাপুজো উপলক্ষে প্রাপ্ত বার্ষিক বোনাসের পরিমাণ নির্ধারণের জন্য দিল্লিতে কোল ইন্ডিয়া লিমিটেডের (সিআইএল) স্ট্যান্ডার্ডাইজেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজমেন্টের পক্ষ থেকে, কোল ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল, পরিচালক (অর্থ) সমীরণ দত্ত, পার্সোনাল ডিরেক্টর বিনয় রঞ্জন, ইসিএল ডিরেক্টর (ফিন্যান্স/পার্সোনাল), গৌতমচন্দ্র দে, বিসিসিএল/সিসিএল ডিরেক্টর (পার্সোনাল) পিভিকেআর মল্লিকার্জুন রাও, এনসিএল সিএমডি পিকে সিনহা , WCL ডিরেক্টর (পার্সোনাল) সঞ্জয় কুমার, SECL ডিরেক্টর (ফিন্যান্স/পার্সোনাল) এস এম চৌধুরী, MCL ডিরেক্টর (পার্সোনাল) কেশব রাও, CMPDIL ডিরেক্টর (T/CRD), সত্যেন্দ্র কুমার গোমস্তা, NCL ডিরেক্টর (Finance/Personnel) রামনারায়ণ দুবে এবং এসসিসিএলের পরিচালক (পিএ অ্যান্ড ডব্লিউ) এন বলরাম এবং (সিআইএল বোনাস) ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে বিএমএস -এর সুরেন্দ্র কুমার পান্ডে, সুধীর ঘুরদে, এইচএমএস -এর নাথুলাল পান্ডে, এসকে পান্ডে, এআইটিইউসি কুমার এবং সিটিইউ -র ডিডি রামানন্দন উপস্থিত ছিলেন।
Coal India BONUS কয়লা শ্রমিকরা কখন কত বোনাস পেল?
2010 17,000
2011 21,000
2012 26,000
2013 31,500
2014 40,000
2015 48,500
2016 54,000
2017 57,000
2018 60,500
2019 64,700
2020 68,500
2021 72,500